ঢাকা রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন: আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান


স্মার্ট প্রতিনিধি
১৪:২৭ - রবিবার, অক্টোবর ১২, ২০২৫
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন: আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশে বক্তব্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় না জড়াতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রতি আহবান জানিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা, নোয়াখালীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুষার, কাউছার, আপ বাংলাদেশের প্রতিনিধি হেলাল ও এনসিপি সংগঠক ইয়াসিন আরাফাত প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। সর্বশেষ গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি। কিন্তু দুখজনক হলেও সত্য, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের লোকজন বাসযোগে নোয়াখালী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাদের গাড়ী থামিয়ে হেনস্থা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করছি।

বক্তারা আরো বলেন, চলমান বিভাগ বাস্তবায়নের দাবির আন্দোলনে পতিত স্বৈরাচারে দোসররা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে নোয়াখালীবাসীর আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সুযোগ খুজছে। কুমিল্লার লোকজন নোয়াখালীবাসীর ওপর হামলা করে দেশবাসীর কাছে গৃনিত হয়েছেন। আমরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষকে অনুরোধ করবো কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা আঞ্চলিক দাঙ্গায় জড়াবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবো।