ঢাকা রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী রুরাল এ্যাকশন সোসাইটি’র প্রতিষ্ঠাতা আবুল হাসেম এর ইন্তেকাল


স্মার্ট প্রতিনিধি
৫:৫৭ - শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
নোয়াখালী রুরাল এ্যাকশন সোসাইটি’র প্রতিষ্ঠাতা আবুল হাসেম এর ইন্তেকাল

বেসরকারি উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল এ্যাকশন সোসাইটি’র (এন-রাশ) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমৃত্যু সমাজসেবক মো. আবুল হাসেম (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ০৯টায় জেলা শহর মাইজদী হাউজিং জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১ টায় জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইদ্রিস কেরানী বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন হয়। এরআগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শহর মাইজদী হাউজিং এস্টেট নিজ বাসভবনে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মো. আবুল হাসেম মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে মো. আবুল হাসেম স্ত্র, দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তান ও আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর জানাযার নামাজে জেলা সমাজসেবা কার্যালয়, শিক্ষা অধিদপ্তর’সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মো. আবুল হাসেম ১৯৮৭ সাল থেকে সমাজসেবা নিয়ে কাজ শুরু করেন। ১৯৯৩ সালে তাঁর হাতে গড়া বেসরকারি উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল এ্যাকশন সোসাইটি (এন-রাশ) সরকারের নিবন্ধনভুক্ত হয়। পরবর্তীতে তিনি এই উন্নয়ন সংস্থার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা, দেশি-বিদেশী সংস্থার সহযোগী সংস্থা হিসেবে  আমৃত্যু সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে গেছেন। এই গুণী ব্যক্তির মৃত্যুতে জেলা শহর মাইজদীতে শোকের ছায়া নেমে আসে।