ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করেছে নোয়াখালী জেলা বিএনপি।
শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. শাহজাহান।
এতে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জেলা শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করে দলটির নেতাকর্মীরা।