আত্মমানবতার সেবায় নিয়োজিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে শনিবার
সকালে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হয়েছে।
সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী গার্লস একাডেমি, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা এবং চাটখিল পিজি স্কুল- এই তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই উপজেলার মোট ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১,১৫০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা ও জহিরুল ইসলাম, এমএইচ গ্লোবালের একাডেমিক প্রধান রানা দস্তগির, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চাটখিল উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, সোনাইমুড়ী উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা, পিজি স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাটখিল বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান হোসেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ফাউন্ডেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল, বেলাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে ১০ বছর আগে সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডা. মোস্তফা ও হাজেরার নামে তাদের সুযোগ্য সন্তানেরা এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি চাটখিল ও সোনাইমুড়ী এলাকায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা, ফ্রি চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সহায়তা এবং অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে।