ঢাকায় আবারো ট্রেন দুর্ঘটনা ঘটেছে। গাজীপুরের জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সকালে তুরাগ কমিউটার ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলি জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। লাইনম্যান সিগনাল দেয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। জয়দেবপুর জংশনের ধীরাশ্রম এলাকা থেকে ট্রেন ঘুরে জংশনে আসার কথা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা-সিলেট রেললাইনের মনতলা স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তারও আগে, ১৩ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়।