ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বাংলাদেশ জনঅধিকার পার্টি' মাদারীপুর ও নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন


স্মার্ট প্রতিবেদক
১৬:২৭ - বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
বাংলাদেশ জনঅধিকার পার্টি' মাদারীপুর ও নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জনঅধিকার পার্টি (পিআরপি)-এর মাদারীপুর ও নেত্রকোনা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও মহাসচিব সাংগঠনিক তৌহিদুল ইসলামের সাক্ষরিত এক বিবৃতিতে কমিটি দু’টির অনুমোদন দেওয়া হয়।

মাদারীপুর জেলার ১৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি নির্বাচিত হন মাদারীপুর সদরের সাঈদ মোহাম্মদ তোতা খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিবচরের মো: আনোয়ার হোসেন।

নেত্রকোনা জেলার ১৩ সদস্যদের আংশিক কমিটির সভাপতি মো: মাহমুদুল হাসান কলমাকান্দা বাসিন্দা আর সাধারণ সম্পাদক মো: খালেদ সাইফুল্লাহ (সাদি) নেত্রকোনা সদরের বাসিন্দা।

জানা যায়, বাংলাদেশ জনঅধিকার পার্টি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে গড়ে উঠা তরুণদের রাজনৈতিক দল; যারা মূলত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা।

এ বিষয়ে জানতে চাইলে দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট বলেন, ‘আমরা সংগঠনের পরিধি বৃদ্ধি ও তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সারা দেশের জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কাজ করছি। আমরা আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্যে সারা দেশে ত্যাগী ও দেশপ্রেমিক তরুণ সদস্যদের নিয়ে জেলা ও উপজেলা কমিটির অনুমোদন দিচ্ছি। বাংলাদেশ জনঅধিকার পার্টি (পিআরপি) এদেশের মানুষের জন্য কাজ করবে।’

নতুন কমিটির উদ্দেশ্য ইসমাইল সম্রাট বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ সাল থেকে লড়াই সংগ্রাম করে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত করেছি, তা যেন কোনোভাবেই আর ফিরে না আসে আপনারা খেয়াল রাখবেন। আর নতুনভাবে কোন দল যেন স্বৈরাচার হয়ে না উঠে সেদিকেও খেয়াল রাখবেন। আমরা আপনাদের বৈষম্য মুক্ত, স্বৈরাচার মুক্ত যে নতুন স্বাধীনতা দিয়েছি তা রক্ষা করার দায়িত্ব সকলের।