ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

‘৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা’


স্মার্ট প্রতিবেদক
১৪:২১ - বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫
‘৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা’

সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন।

রোববার (১ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মাহবুব উদ্দিন বলেন, নির্বাচনের যত বেশি দেরি হবে ততো দেশের পরিস্থিতি নাজুক হয়ে যাবে। সেইসাথে, বেশি দেরি করলে এই সরকারের অধীনে নির্বাচন নাও হতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি।

এ সময়, অন্তবর্তীকালীন সরকার হাসিনার মতো ভোটবিহীন থাকতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, সেই শেখ হাসিনাই বিএনপির সাথে প্রতারণা করেছে।