ঢাকা রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বাংলাদেশ জন-অধিকার পার্টির এক মহানগর ও দুই জেলা কমিটি অনুমোদন


স্মার্ট প্রতিবেদক
৮:১৩ - বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
বাংলাদেশ জন-অধিকার পার্টির এক মহানগর ও দুই জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জন-অধিকার পার্টির চট্টগ্রাম মহানগর এবং পিরোজপুর ও সাতক্ষীরা জেলার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার রাতে পার্টির চেয়ারম্যান ইসমাইল স¤্রাট ও মহাসচিব সাংগঠনিক তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি তিনটির অনুমোদন দেওয়া হয়েছে। 

অনুমোদিত কমিটিতে, চট্টগ্রাম মহানগর ১৩ সদস্যের আংশিক কমিটির সভাপতি সাকিব তানসিন ফাহিম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাগর। পিরোজপুর জেলার ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি নবীণ আইনজীবী কাইফা জামান সুমনা ও সাধারণ সম্পাদক নাদিম হাওলাদার। সাতক্ষীরা জেলার ৫১ সদস্যের কমিটির সভাপতি মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক সুমাইয়া নাসরিন আশা।

বাংলাদেশ জন-অধিকার পার্টি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল। যারা মূলত জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা।

বাংলাদেশ জন-অধিকার পাটির চেয়ারম্যান ইসমাইল স¤্রাট বলেন, আমরা সংগঠনের পরিধি বৃদ্ধি ও তারণ্য নির্ভর নতুন রাজনৈতিক বন্দবস্তের লক্ষ্যে সারাদেশের জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কাজ করছি। আমরা আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্যে সারাদেশে ত্যাগী ও দেশপ্রেমিক তরুণ সদস্যদের নিয়ে জেলা ও উপজেলা কমিটির অনুমোদন দিচ্ছি।