নোয়াখালীতে 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা দিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার প্রভাষক পরিষদের সদস্যরা।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক
ভবনের শিক্ষক সম্মেলন কক্ষে এবিষয়ে আলোচনা সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা
ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখা৷
আলোচনা
সভায় প্রভাষক আফসার উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম
ছানাউল্লাহ, প্রফেসর রিয়াজ উদ্দিন, আজগর হোসাইন সোলায়মান প্রমূখ।
এসময় উপস্থিত প্রভাষকগন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের পদোন্নতি বঞ্চিত (৩২–৩৭
ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির
জিও জারি না হওয়া পর্যন্ত 'নো প্রমোশন, নো ওয়ার্ক' ঘোষণা করেন।
বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত না যাওয়ার ঘোষণা দেন৷ এসময় প্রায় ৪০ জন প্রভাষক উপস্থিত ছিলেন৷