বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনের ধানের শীষের
প্রার্থী মো. শাহজাহান বলেছেন, তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
আমরা বলতে চাই, তারেক রহমান ইনশাআল্লাহ নির্বাচনের ভিতরে দেশে আসবেন এবং এই
নির্বাচন পরিচালনার দায়িত্ব উনি পালন করবেন। আগামীর সরকার উনার নেতৃত্বে
গঠিত হবে।
বুধবার বিকালে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়
মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার
সুস্থতা কামনায় দোয়া মাহফলি ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়ার রহমান স্বাধীনতার ঘোষক ও
সফল রাষ্ট্রনায়ক ছিলেন। জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের পর বেগম খালেদা জিয়া
রাজনীতিতে আসেন এবং দলের ঞাল ধরেছেন। তখন অনেকেই বলেছেন, বেগম জিয়া মহিলা
মানুষ, তিনি কি করতে পারবেন। সেই মহিলা প্রমাণ করে দিয়েছেন, উনি প্রথম
বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার
গুণে গুণান্বিত তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং দেশের
সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
শাহজাহান
বলেন, তারেক রহমানকে নিয়ে যারা কাঁদা ছোড়াছুড়ি করছেন, তারা ভুল পথে আছেন,
ভুল থেকে সরে আসুন, তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন, আপনাদের
নেতৃত্ব দিবেন। সেই দিন কাঁদা ছোড়াছুড়ি যারা করছেন, তাদের মুখ কোথায়
লুকাবেন আমি জানিনা।
সমাবেশে জেলা বিএনপির সদস্য এডভোকেট
কাজী কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি
জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি
নেতা ওমর ফারুক টপি, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী, সদর
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক অভি, সদর উপজেলা ছাত্রদলের
আহবায়ক শাহেদ বাবু প্রমূখ।