ঢাকা রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই বর্তমানে নির্দলীয় সরকার চলছে: আবেদ


স্মার্ট প্রতিনিধি
৫:৫২ - বুধবার, অক্টোবর ১, ২০২৫
বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই বর্তমানে নির্দলীয় সরকার চলছে: আবেদ

বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি আছে, সেই ৩১ দফা কর্মসূচিতে এখন এই নির্দলীয় সরকারও চলছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ধাসেরহাট শিব মন্দিরে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় চৌধুরীর হাটে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় আবেদ আরো বলেন, সংস্কার চলছে, বিচার চলছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সামনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। আর এই অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে যদি ক্ষমতায় আসার সুযোগ দেয়, তাহলে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেই ৩১ দফা অনুযায়ী দেশ চালাবে। 

বিএনপির ৩১ দফাকে এদেশের মুক্তির ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার সনদ দাবি করে তিনি বলেন, আমরা আশা রাখবো এই অঞ্চলের মানুষ বিএনপিকে তাদের ভালোবাসায় আবদ্ধ করে আগামী নির্বাচনে ক্ষমতায় বসাবে।

কোম্পানীগঞ্জের ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেন বজলুল করিম চৌধুরী আবেদ। এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ উপহার প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শনের সময় বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুূুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ.এম সামছুদ্দিন হায়দার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।