ঢাকা রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সর্বস্তেরর মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আজিজুল হক বকশী


স্মার্ট প্রতিনিধি
৭:৫৫ - মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
সর্বস্তেরর মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আজিজুল হক বকশী

সহকর্মী, সহযোদ্ধা, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তেরর মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা গনতান্ত্রিক আইনজীবী সমিতি ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশী।

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে, সোমবার বাদ জোহর নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা এবং বাদ আসর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. মোরশেদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ওমর ফারুক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত মো. সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ তৌহিদুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফরহাদ উদ্দিন, জেলা আইজীবী সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক অ্যাভোকেট এমবিএ জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবদুর রহিম, সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা জজ আদালতের পিপি শাহাদাত হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মাদ রফিক উল্যাহ, নোয়াখালী নাগরিক অধিকার জোটের সভাপতি অ্যাডভোকেট কাউসার নিয়াজী, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি একরকম উল্যা ডিপটি, লেখক গবেষক ফখরুল ইসলাম, আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে জেলা জাসদের সাবেক সভাপতি মিয়া মো. শাহজাহান, জেলা জাসদের যুগ্ম আহবায়ক এস এম রহিম উল্যাহ, লেখক-গবেষক ফারুক আল ফয়সাল, মফিজুর রহমান, মানিক সরকার, আবুল বাশার সহ জেলা আইজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তেরর বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় স্মৃতিচারণ মূলক বক্তব্যে আজিজুল হক বকশীর বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে বক্তাগণ বলেন, তাঁর মতো সৎ, নিবেদিতপ্রাণ ও পরোপকারী মানুষ আজকের সমাজে বিরল। তাঁর এ শূণ্যতা সহজে পূরণ হবার নয়।

কবিরহাটের চন্দ্র শুদ্ধি গ্রামে বাড়িতে অনুষ্ঠিত ২য় জানাজায় বক্তব্য রাখেন জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল, আজিজুল হক বকশির বড় ছেলে শিক্ষানবীশ আইনজীবী ইমরান ইবনে আজিজ, ছোট ভাই রহমত উল্লাহ ভূইয়া ও আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল ইসলাম বাহার। এ সময় বিভিন্ন  রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

নিবেদিতপ্রাণ রাজনীতিক, খ্যাতিমান আইনজীবী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের অগ্রসৈনিক অ্যাডভোকেট আজিজুল হক বকশী রোববার দিবাগত রাত ২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, সুহৃদ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শোক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।