ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

তারেক রহমান দেশে ফিরলে সারা বাংলাদেশ এক হয়ে যাবে: মো.শাহজাহান


স্মার্ট প্রতিনিধি
১৫:০৬ - রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
তারেক রহমান দেশে ফিরলে সারা বাংলাদেশ এক হয়ে যাবে: মো.শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো.শাহজাহান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়ার পর আমাদের নেতা তারেক রহমান। আজকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছে, তারেক রহমান দেশে ফিরছেন না কেন। তারেক রহমান দেশে ফিরলে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে বিমানবন্দরে ভিড় করবে। এত লক্ষ-কোটি মানুষকে কিভাবে সামলাবে।

রোববার রাতে নোয়াখালী পৌরসভার দত্তের হাটে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো.শাহজাহান এসব কথা বলেন।

মো.শাহজাহান বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর একইভাবে সারাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে। তাঁদের প্রিয় সন্তান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যতই যড়যন্ত্র হোক তিনিই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী'সহ সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন মো.শাহজাহান। 

দোয়া মাহফিলে নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক উপদেষ্টা মফিজ উল্যাহ মিয়ার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, জাসাস নোয়াখালীর সভাপতি লিয়াকত আলী খান, পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

এরআগে, বিকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দোয়া মাহফিলে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা।