ঢাকা রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী সমবায় ব্যাংক মার্কেটের দোকান দখলের অভিযোগ


স্মার্ট প্রতিনিধি
১৩:৩৬ - মঙ্গলবার, মে ১৩, ২০২৫
নোয়াখালী সমবায় ব্যাংক মার্কেটের দোকান দখলের অভিযোগ

নোয়াখালী সমবায় ব্যাংক মার্কেটের দোকান অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১২ মে) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী সমবায় ব্যাংকের সহ-সভাপতি বেলাল হোসেন। নোয়াখালী সমবায় ব্যাংকের সদস্যদের বান্যারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যাংকের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব আপেল।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তারেকেশ্বর নান্টু রেজিস্টেশন বিহীন ভূয়া সমিতির নামে নোয়াখালী সমবায় ব্যাংকের দুটি কক্ষ দখল করে আছে। গত ৩০ এপ্রিল সমবায় ব্যাংকের লোকজন অবৈধ ভাবে তার দখলে থাকা কক্ষ দুটি পুনরুদ্ধার করে। আজ সকালে তারেকেশ্বর নান্টু ও তার দোসররা কক্ষ গুলো পুনরায় দখলের চেষ্টা চালায়। ওই সময় সমিতির লোকজন তাদের বাধা দেয়। কিন্ত আওয়ামী ফ্যাসিস্টের দোসর বাহিনী জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলকে জড়িয়ে মিথ্যাচার করে। মূলত নান্টু বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলার গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে।  

বক্তারা অভিযোগ করে আরো বলেন, নান্টু তৃতীয় পক্ষ থেকে সমবায় ব্যাংকের দুটি দোকান ভাড়া নেয়। এরপর নিজেকে দোকানের মালিক দাবি করে। একপর্যায়ে সমবায় সমিতিকে ঘর ভাড়া দিতে অস্বকৃতি জানায়। কিন্ত দোকান ঘরের মালিকানার বৈধ কোন কাগজপত্র তার নামে নেই। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার নাম ভাঙ্গিয়ে কক্ষ দুটি পুনরায় দখলের চেষ্টা চালাচ্ছে। সমবায় মার্কেটের দোকানে তালা দেওয়া ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নেতাকর্মিদের হামলার সাথে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল ও তার কোন লোকজন জড়িত নেই। উদ্দেশ্যমূলক ভাবে এখানে বিএনপি ও  তাদের দলীয় নেতাকর্মিদের নাম জড়ানো হচ্ছে। বিএনপি নেতা আপেল দুটি ঘটনার সময় একটিতেও ঘটনাস্থলে ছিলেন না।