ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন


স্মার্ট প্রতিনিধি
৮:৫২ - রবিবার, জুন ১, ২০২৫
ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নোয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক কার্যালয় ও ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন।

এসময় ব্যুরো বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম মোশারফ হোসেন ও মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক কার্যালয় ও ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিন পরিচালক ছাড়াও বক্তব্য রাখেন সংস্থার প্রশিক্ষণ বিভাগের প্রধান মেহনাজ আজিজ, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, সংস্থার নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহদাত হোসেন, বেগমগঞ্জ শাখার সদস্য লাকী বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবদুস সালাম।

এসময় ব্যুরো বাংলাদেশ এর নোয়াখালী অঞ্চলের গ্রাহক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।