

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান প্রবাসী মো. ইসমাইল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৫ জুন) বিকালে উপজেলার হাতিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল হাতিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে হরণী ইউনিয়ন যুবদল নেতা খান মো.শাহরাজ, ব্যবসায়ী ফরহাদ হোসেন, স্থানীয় বাসিন্দা মো.লিটন, মুফতি হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ২০১৭ সালে আওয়ামী লীগের দোসর নবীন মিস্ত্রির সঙ্গে জনৈক কসাই আবদুল্যাহ ও ফারুকের মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় নবীন মিস্ত্রি আওয়ামী লীগের লোক হওয়ায় কসাই আবদুল্যাহ ও ফারুক তখনকার সময়ে কোন প্রতিবাদ করতে পারেনি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনার জের ধরে গত ২৮ এপ্রিল রাতে আবারো নবীন মিস্ত্রি এবং আবদুল্যাহ ও ফারুকদের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নবীন মিস্ত্রি বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান প্রবাসী মো. ইসমাইল হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়।
বক্তারা আরো বলেন, মারামারির ওই ঘটনায় যুবদল নেতা মো. ইসমাইল হোসেন কোনভাবেই যুক্ত ছিলেন না। অথচ ইসমাইলকে আওয়ামী লীগের দোসররা মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার করে তাকে মামলার আসামি করা হয়েছে। অনতিবিলম্বে যুবদল নেতা ও প্রবাসী ইসমাইল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।