অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দল। বাংলাদেশ জিতেছে ৫-৪ সেট পয়েন্টে। এই ইভেন্টে ভারতকে হারিয়ে সোনা জিতেছে চীন।
বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে মো. সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল।
এর আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয় দলের সবাই একটি করে তীর ছুড়ে বাংলাদেশের স্কোর হয় ২৯ ও অস্ট্রেলিয়ার স্কোর হয় ২৭। ম্যাচে বাংলাদেশ ৫-৪ সেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছে।
ফর্মহীনতার কারণে দলের বাইরে থাকা দিয়া সিদ্দিকী এবারের আসর দিয়ে ফিরেছেন। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে এখনও আন্তর্জাতিক আসরে ফিরতে পারছেন না রোমান সানা। দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানার নিষেধাজ্ঞার পর যেন খেই হারিয়েছে দেশের আর্চারি।