পাখিরাও পরকীয়ায় জড়াচ্ছে, বাড়ছে ডিভোর্স
পাখিরা নীল দিগন্তে ডানা মেলে বা গাছগাছালির মধ্যে শরীর ডুবিয়ে মিষ্টি সুরে ভৈরবী গান ধরে। আবার গানের সুরে জানান দেয় ভোর হয়েছে। সুর তাল লয় ছন্দে প্রেমও করে তারা। আবার সঙ্গীর সঙ্গে থাকার থাকারও অঙ্গীকার করে সুরে সুরে।