৭ জন পুরুষকে ৮ বার বিয়ে, কে এই অভিনেত্রী
নাম তার এলিজাবেথ টেলর। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী তিনি। তিনি তার অভিনয় প্রতিভা ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, সেইসঙ্গে তার হলিউড জীবনপদ্ধতির জন্যও, যেমন: অনেকগুলো বিয়ে করা। টেইলরকে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনত্রী হিসেবে ধরা হয়। তাকে তাই বলা হয় জীবনের থেকেও বড় তারকা।