ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউড অভিনেতা


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
৭:৫২ - বুধবার, জুন ১৪, ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউড অভিনেতা

হলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ট্রিট উইলিয়ামস (৭১) এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। সোমবার ১২ জুন রাতে আমেরিকার ভারমন্টে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। ট্রিট উইলিয়ামসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও এজেন্ট ব্যারি ম্যাকফারসন।

ভারমন্ট স্ট্যাট পুলিস জানায় এই দুর্ঘটনার বিষয়টি এখনো তদন্তনাধীন কিন্তু প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে একটি গাড়ি বামে মোড় নেওয়ার সময় উইলিয়ামের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে যান এবং মারাত্মকভাবে আহত হন। পরে তিনি হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ট্রিট উইলিয়াম ১ ডিসেম্বর ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ৭০ এর দশকে তিনি ব্রডওয়ে মঞ্চে অভিনয় জীবনের সূচনা করেন। দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করছেন তিনি। থ্রিলার ছবি ‘ডেডলি হিরো’ দিয়ে চলচিত্রের জগতে আত্মপ্রকাশ করেন। তবে দর্শকমহলের কাছে পরিচিতি পান ‘হেয়ার’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ১৯৪১ ‘‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’’, ‘দ্য লাস্ট শিফট’, ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।

তিনি দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন
উইলিয়ামস।