১৫০ কোটি টাকার মালিক কে এই কলেজ শিক্ষিকা ফাতেমা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে ৩০টি দলিলে অন্তত ৩৭ একর জমি রয়েছে। এসব জমি কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে অবস্থিত, এবং এর মূল্য প্রায় দেড়শ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেখা একজন কলেজ শিক্ষক হলেও, স্থানীয়রা প্রশ্ন করছেন, তিনি কীভাবে এত জমির মালিক হলেন? স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মুহিব এমপি নির্বাচিত হন। এর পরই ধীরে ধীরে রেখা জমির মালিক হয়ে উঠেন এবং তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।