ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে একাট্টা নারী ভোটাররা


মোহাম্মদ সোহেল, স্মার্ট বাংলাদেশ
১৩:২৮ - মঙ্গলবার, জানুয়ারী ২৭, ২০২৬
নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে একাট্টা নারী ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহানের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একাট্টা হয়েছেন নারী ভোটাররা।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া মেজর মান্নান দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জেলা যুবদল নেতা রাশেদ রেজা সেলিম ও প্রবাসী সাইফুল ইসলাম সাইফের আয়োজনে আয়োজিত উঠান বৈঠকে সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উঠান বৈঠকে নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর নবী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মো. শাহজাহানের পুত্রবধূ নিলিমা আক্তার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান অসামঞ্জস্যতা দূর করে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষ করে নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়ে মেয়েদের ঝরে পড়া রোধ, কারিগরি ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মো. শাহজাহানের কন্যা ডা. ফাহমিদা পদ্ম মৌসুমী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রী নেত্রী অমি খান, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন ও ইউনিয়ন মহিলা দলের নেত্রী কলি রেজা। উঠান বৈঠকের সঞ্চালনা করেন নোয়াখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সহিদ উল্যাহ সাগর।

বক্তারা বলেন, ধানের শীষই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারা আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত নারীরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের বিজয় কামনা করেন।