ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

সুপ্রিম কোর্টে বিক্ষোভ, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর


স্মার্ট প্রতিবেদক
৫:২৫ - বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩
সুপ্রিম কোর্টে বিক্ষোভ, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির ভবনে এ ঘটনা ঘটে। এ সময় সুপ্রিম কোর্টে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা মুখোমুখি মিছিল করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আওয়ামীপন্থি সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে।

উল্লখ্য, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বুধবার তারেক- জুবাইদার দুর্নীতি মামলার রায় দেন। রায়ে তারেক রহমানের ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের দেয়া হয়। ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২৬(২) ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ২৭(১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর।