মদন মিত্রর সঙ্গে শিবপুজা করলেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কৌশানি মুখার্জি। দক্ষিণেশ্বরে গঙ্গাস্নান করে পুজা দিলেন মদন মিত্র।
মদনদার হাত ধরেই গঙ্গায় নামলেন কৌশানি, তবে ডুব দেননি নায়িকা। হাঁটু জলে দাঁড়িয়েই হাতে ধরলেন শিবলিঙ্গ আর তাতে জল ঢাললেন মদন মিত্র।
বিশেষ দিনে মদন মিত্রর ডাকে দক্ষিণেশ্বরে গিয়ে খুশি কৌশানি। জানালেন, আগে কখন এইভাবে নীল পুজায় অংশ নেননি।
উৎসবের দিনে সাংবাদিকদের মদন মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একাই পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন।
কৌশানি বলেন, দাদার ডাকে এসেছি। এই আজকের দিনে এভাবে পূজা দিয়ে খুব ভালো লাগছে। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দাদা যতক্ষণ আছেন, ততক্ষণ কোনো চিন্তা নেই। আমি জলে ডুব দিতে পারলাম না, তবে দাদা আমার সমস্ত মনোকামনা পূর্ণ করে দিয়েছেন। এখানকার মানুষ ভালো আছেন।