ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

মন খারাপ হলেই মিলবে ‘স্যাড লিভ’


স্মার্ট প্রতিবেদক
৭:২২ - বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
মন খারাপ হলেই মিলবে ‘স্যাড লিভ’

সকালে ঘুম থেমে ওঠার পর অনেক সময় অকারণে কারো কারো মন খারাপ থাকে বা হয়ে যায়। সে সময় কোনো কাজকর্ম বা অফিস করতে ভালো লাগে না। আর এরকম পরিস্থিতিতে যদি এমন একটি অফিস পান, যেখানে আপনি ছুটি ভোগ করতে পারবেন।

হ্যাঁ! সত্যিই বলছি, শুনতে অবাক লাগলেও এমন নিয়ম করেছে চীনের একটি প্রতিষ্ঠান। তারা কর্মীদের মন খারাপ থাকলে বছরে ১০ দিন ‘স্যাড লিভ’ নেওয়ার সুযোগ দিচ্ছে।

সুপারমার্কেট চেইনের এ প্রতিষ্ঠানের নাম ফ্যাট ডং লাই। স্যাড লিভ এমন ছুটি, যা নেওয়ার জন্য ম্যানেজারের অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। মানসিক সুস্থতার জন্য মৌলিক মানবিক প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এমন ছুটির খবরে দেশটিতে হৈচৈ পড়ে গেছে। বিষয়টি নিয়ে অনলাইনেও ব্যাপক আলোচনা চলছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউ ডং লাইর মতে, মানুষের জীবনে এমন কিছু দিন আসে, যখন মন ভালো থাকে না; এটা মানুষের বৈশিষ্ট্য। এমন দিনে মানসিক সুস্থতার জন্য তাদের ছুটি দরকার।

দেশটিতে অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়। সেখানে লাইর প্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন ৭ ঘণ্টা করে কাজ করেন কর্মীরা।