ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

রাজধানীতে বাস চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু


স্মার্ট প্রতিনিধি
৯:১৫ - বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩
রাজধানীতে বাস চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট চেকপোস্টে ভিক্টর পরিবহনের বাস চাপায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটায় মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে জাহিদ। পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

তার বড় ভাই মো. ইমরান হোসেন বলেন, ছোট ভাই জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়। এতে গুরুতর আঘাত পান জাহির। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা।

তিনি জানান, মিরপুর বাঙলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন জাহিদ। তবে সম্প্রতি দেশর থেকেই অনলাইনে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় বর্ষে অনলাইনে ক্লাস করতেন। আগামী ২৫ আগস্টের আগেই চীনে যাওয়ার জন্য পক্রিয়া চলছিলো।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) শারমিন আক্তার ইভা বলেন, মহানগর চেকপোস্টের পাশে ভিক্টর বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।