

নোয়াখালীতে ভয়াবহ বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় জেলার সদর, বেগমগঞ্জ,
সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে।
বন্যা ও জলাবদ্ধতার কারণে শৌচাগার, ড্রেন, পুকুর ও খাল-বিলের পানি এক সঙ্গে
মিশে একাকার হয়ে গেছে। যার কারণে জেলায় ডায়রিয়া’সহ পানিবাহিত রোগের প্রকোপ
বেড়ে গেছে।
ডায়রিয়া’সহ পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে জেলার সদর উপজেলার শতাধিক বানভাসি
মানুষের মাঝে উন্নত মানের বিশুদ্ধ পানি ফিলটারিং জার বিতরণ করেছে বাংলাদেশ
আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়ার)।
সোমবার (২৩
সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিতারা বাজার সংলগ্ন নোয়াখালী পৌরসভার সাবেক
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি’র বাসভবনে এই পানি ফিলটারিং
জার বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরুল হোসেন ইমন, সদস্য সৈয়দ সাফাত উদ্দিন
আহমেদ তমাল’সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বোটোয়ার সাধারণ সম্পাদক ইমরুল হোসেন ইমন বলেন, ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলায় অনেক বন্যার্তরা বিশুদ্ধ পানি পান করতে পারছে না। ফলে পানিবাহিত রোগ ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বোটোয়ার সব সময় জনকল্যাণমূলক কাজে যুক্ত থেকে দেশের মানুষের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ অসহায় দুস্থ শতাধিক বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ফিলটারিং জার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এধরনের মানবকল্যান সহায়তামূলক কাজ অব্যাহত রাখবে বোটোয়ার।