ঢাকা রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নির্বাচনে কালো টাকা রোধে ‘বাংলাদেশ জন অধিকার পার্টির’ প্রচারণা


স্মার্ট প্রতিনিধি
১০:৩৪ - শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫
নির্বাচনে কালো টাকা রোধে ‘বাংলাদেশ জন অধিকার পার্টির’ প্রচারণা

“ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না” এমন স্লোগানে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ‘বাংলাদেশ জন অধিকার পার্টি’।

শুক্রবার বাদ জুম্মা এবং শনিবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ‘বাংলাদেশ জন অধিকার পার্টির’ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার ওমর ফারুক এই প্রচারণা করেন।

এসময় তিনি বলেন, ভোটের সময় আমাদের নির্বাচনী মাঠে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়। মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। এই কালো টাকার ছড়াছড়ি বিলুপ্ত না হলে আমরা যতই লড়াই করি প্রকৃত পক্ষে গণতন্ত্র নিশ্চিত হবে না। তাই আমাদের পার্টির প্রচারণা হলো- “ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না”।

ব্যারিষ্টার ওমর ফারুক বলেন, গত এক-দুই মাসে আমাদের রাজনৈতিক অঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের জন্য অনেক দাবি আসছে, এটা আসতেই পারে। আমরা এটার বিরোধীতা করি না। কিন্ত আমরা মনে করি গণঅভ্যুত্থানে যাদের হত্যা করা হয়েছে, অনেকেই আহত হয়েছেন, আমাদের প্রথম দাবি হবে এগুলোর বিচার করা। বড় রাজনৈতিক দলগুলো যদি এই দাবি না করেন, তাহলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের বিচারের আগে কোন নির্বাচন হলে তা জনগণ মেনে নিবে না।

এসময় তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ছড়া মূল্য নিয়ে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনাও করেন।

প্রচারণাকালীণ সময়ে বাংলাদেশ জন অধিকার পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।