ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সাংবাদিক জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত


স্মার্ট প্রতিনিধি
১১:০৫ - রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫
সাংবাদিক জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো নোয়াখালী পৌর এলাকার দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন। এতে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (২২ ফেব্রয়ারি) সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত গোপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বমোট ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে  সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্বাচন কমিশনার মোঃ লুখফুর করিম সায়েদ  ফলাফল ঘোষণা করেন।  

এতে ৬৭ ভোট পেয়ে সভাপতি পদে বই প্রতীকে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম । তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু শাহাদাৎ হোসেন শোয়েব (কনক) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। মোট ১৩ টি পদের মধ্যে  দুটি পদে দুজন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।  ১১ টি পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।  নির্বাচনে  সাধারণ ব্যবসায়ী, ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। পুরো নির্বাচনী এলাকা পোষ্টার আর ব্যানারে চেয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো. জাহাঙ্গীর আলম সাধারণ ব্যবসায়ীদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন । সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ভদ্রতা ও শিষ্টাতায় তার রয়েছে ব্যাপক সুনাম ও সুখ্যাতি। তিনি সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার দখা গেছে।