ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে ৬ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল


স্মার্ট প্রতিনিধি
৮:৫৭ - বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
নোয়াখালীতে ৬ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

নোয়াখালীর ৯টি উপজেলা ও দুটি পৌরসভায় আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ৬ লাখ ১৮ হাজার ৯৮৯জন শিশুর লক্ষ্যমাত্রা ধরে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে  নোয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

এসময় তিনি বলেন,  আগামী শনিবার জেলার ৯টি উপজেলা এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায এলাকায় ২ হাজার ২৮৭টি কেন্দ্রে ৫ হাজার ৪৬২জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৫০জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৩ হাজার ৬৩৯জন।

নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র  স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা সাঈফুদ্দিন মাহামুদ চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।