ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

Rupalibank

অভিমানে আর খেলতে চান না সাব্বির


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১৪:৫২ - বুধবার, এপ্রিল ৯, ২০২৫
অভিমানে আর খেলতে চান না সাব্বির

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা চলছে। কিন্তু আজ পারিশ্রমিক নিয়ে অসন্তোষের কারণে খেলতে চান না পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে গিয়ে লিখিত জানিয়ে চিঠি দিয়েছেন।

ঢাকা লিগের চলতি আসরে শুরুতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনকে। গত কয়েক দিন তিনি অনুশীলন করেননি, খেলেননি সর্বশেষ ম্যাচ। এবারের লিগে আর খেলতে চান না সাব্বির।

এ ব্যাপারে পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, সাব্বিরকে অনুরোধ করা হলেও খেলার ব্যাপারে সে ইতিবাচক সাড়া দেয়নি।

পারটেক্সের দলীয় সূত্রে জানা যায়, জুনিয়র ক্রিকেটারদের সামনে সাব্বিরকে অপমান করা হয়েছে। নিজের মানসম্মানের ক্ষতি হয়েছে মনে করে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার। 

সাব্বিরকে শুরুতে অধিনায়কত্ব দিয়ে পরে সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে পারটেক্সের প্রধান কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদ মাধ্যমকে জানান, একজন অধিনায়কের যেটা দায়িত্ব, সব খেলোয়াড়কে এক করা, সবার সঙ্গে কথা বলা সেটা হচ্ছিল না।

তিনি আরও জানিয়েছেন, খেলোয়াড়রা সবাই অভিযোগ করেছে, সে অধিনায়ক থাকলে আমরা মাঠে মনোযোগী হয়ে খেলতে পারছি না। আপনারা যদি পারেন, তাকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেন। খেলোয়াড়দের অনুরোধে অফিশিয়ালরা পরিবর্তন করা হয়েছে।