ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

এলজিইডি কার্যালয়ে দূর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান


স্মার্ট প্রতিনিধি
১৩:৫৬ - মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
এলজিইডি কার্যালয়ে দূর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দূদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দূদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দূদক। এই সময় তারা বিভিন্ন কর্মকান্ডের নথিপত্রে নানা অসঙ্গতি পান।

দূদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, এলজিইডির বিভিন্ন প্রকল্পে বিধিবহির্ভূত বিল উত্তোলন ও গ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রিজ-কালভার্ট অল্প দিনে ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এখানে অভিযান পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে কবিরহাট উপজেলা প্রকৌশলী অফিসে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম, এরপর কাগজপত্র অনুযায়ী আমরা সরেজমিনে কিছু রাস্তা পরিদর্শন করবো।