ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

শ্যুটিংয়ে সেরা রুমেল খান ও নাদিয়া শারমিন


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৮:০৫ - রবিবার, মে ২১, ২০২৩
শ্যুটিংয়ে সেরা রুমেল খান ও নাদিয়া শারমিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।’ আজ রবিবার (২১ মে) এই প্রতিযোগিতার সদস্যদের শ্যুটিং ইভেন্ট সম্পন্ন হয়েছে।

শুটিং পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের রুমেল খান। ৩ শ্যুটিংয়ে ২৮ স্কোর পয়েন্ট অর্জন করেছেন তিনি। দ্বিতীয় হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। ৩ শ্যুটিংয়ে ২৭ স্কোর পয়েন্ট অর্জন করেছেন তিনি। তৃতীয় হয়েছেন দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল। প্রথম ৩ শুটিংয়ে কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল ও এটিএন বাংলার এসএম আশরাফ সমান স্কোর অর্থাৎ ২৪ স্কোর পয়েন্ট করলে তৃতীয় স্থান নির্ধারণী গড়ায় টাই-ব্রেকিংয়ে। যেখানে পরের ১ শ্যুটিংয়ে এসএম আশরাফকে হারিয়ে তৃতীয় হন মাহমুদুন্নবী চঞ্চল।

এদিকে, শ্যুটিং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নার্গিস জুঁই। প্রথম ৩ শ্যুটিংয়ে নাদিয়া শারমিন ও নার্গিস জুঁই দুজনেই ১৭ স্কোর পয়েন্ট অর্জন করেছেন। ফলে প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণে চতুর্থ শুটিংয়ে নার্গিস জুঁইকে টপকে প্রথম হন একাত্তর টিভির নাদিয়া শারমিন। এই বিভাগে ৩ শ্যুটিংয়ে ৭ স্কোর পয়েন্ট করে তৃতীয় স্থান অধিকার করেন বিটিভির অপর শ্যুটার শামসুন্নাহার বিনু।

এর আগে রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের অনুশীলন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআরইউয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ ও ডিআরইউ’র সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম।