ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন!


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৪:৪২ - সোমবার, জানুয়ারী ১৫, ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন!

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন দেখল বিশ্ব। গত বছরের উইলম্বডন জয় করা মারকেতা ভন্দ্রুসোভা এবার বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চেক প্রজাতন্ত্রের এই ২৪ বছর বয়সী টেনিস তারকা শুরু থেকেই ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

কিন্তু সবাইকে আশাহত করে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। হেরেছেন ইউক্রেনের অবাছাই এক খেলোয়াড়ের কাছে। ৬–১, ৬–২ গেমে দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রুসোভা হেরেছেন বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।

যদিও চোটের কারণে ভন্দ্রুসোভা পুরোপুরি ফিট ছিলেন না। আর সেই সুযোগটিই নিয়েছে র‌্যাঙ্কিংয়ের ৯৩তম স্থানে থাকা ইয়াস্ত্রেমস্কা।

ম্যাচ শেষে ইয়াস্ত্রেমস্কা বলেন, ‘আজকের ম্যাচটা দারুণ ছিল। শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ গ্যালারি থেকেও বেশ ভালো সমর্থন পেয়েছি।’

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ম্যাচের স্থায়িত্ব ছিল ৪ ঘণ্টা ১ মিনিট। কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে ৩৬ বছর বয়সী জোকোভিচের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম ম্যাচও ছিল এটি।