ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

সাংবাদিক রনি রেজার বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’


স্মার্ট প্রতিবেদক
২:৩৭ - সোমবার, জানুয়ারী ২৯, ২০২৪
সাংবাদিক রনি রেজার বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’

কথাশিল্পী, গীতিকার ও সাংবাদিক রনি রেজার লেখা গণমাধ্যম বিষয়ক বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’ আসছে এবারের বইমেলায়। ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হবে এটি। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত ২১টি প্রবন্ধ ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।

এ বিষয়ে রনি রেজা বলেন, ‘সাংবাদিকতা পেশা নিয়ে বেশ ধ্রুমজাল রয়েছে। কারো কাছে এটি প্রচুর টাকা উপার্জনের মাধ্যম, কারো দৃষ্টিতে সাংবাদিকতা কোনো পেশাই নয়, কেবলমাত্র ক্ষমতা প্রদর্শনের মাধ্যম, আবার কেউ কেউ তো মনে করেন- সাংবাদিকতা মানেই অন্যকে জিম্মি করে টাকা উপার্জন করা, এদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই। এইসব ধ্রুমজাল সাংবাদিকতা পেশাটিকে বিতর্কিত করে। অনেকে না বুঝেই বা নিজের মতো বুঝেই এ পেশার প্রতি আকৃষ্ট হন। আমার চাওয়া যিনি এ পেশায় আসবেন, জেনে-বুঝেই আসুক যে, এ পেশায় কতটুকু মধু আছে আর কতটুকু বিষ আছে। কোনো মোহ বা বিভ্রান্ত থেকে নয়।’

বইটি সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে মনে করেন ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম। তিনি বলেন, ‘যারা সাংবাদিকতায় আসতে চান, তাদের প্রত্যকের পড়া উচিত বইটি। আশা করছি বইটিতে ব্যাপক সাড়া মিলবে।’

রনি রেজার প্রকাশিত বইগুলো হলো: ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ (গল্পগ্রন্থ), ‘পাখিবন্ধু’ (শিশুতোষ গল্প), ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (গল্পগ্রন্থ) ও ‘খালুইভর্তি হাহাকার (গল্পগ্রন্থ)’। ‘সাংবাদিকতার মোহ ও দায়বদ্ধতা’ তার পঞ্চম বই হলেও প্রবন্ধের বই হিসেবে এটিই প্রথম। রনি রেজা দীর্ঘদিন ধরেই দৈনিক সমকাল, মানবকণ্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন, দৈনিক সংবাদ ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখছেন। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত কলামগুলোও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। কাজ করেছেন, দৈনিক ভোরের পাতা, আরটিভি, যমুনানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ডেইলি বাংলাদেশ-এ কর্মরত।

গীতিকার হিসেবেও বেশ সুনাম রয়েছে রনি রেজার। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন- কিংবদন্তী অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু, কামরুজ্জামান রাব্বী, খায়রুল ওয়াসী, দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়াসহ অনেকেই।

তিনি সাহিত্যের ছোটকাগজ ‘কিচ্ছা’ সম্পাদনা করেন। অর্জন করেছেন ‘বেহুলা বাংলা বেস্ট সেলার বই সম্মাননা’, ‘ঢাকা সাব-এডিটর কাউন্সিল লেখক সম্মাননা’ এবং ‘সাহিত্য দিগন্ত লেখক সম্মাননা’।