নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে নোবিপ্রবি ছাত্রদল ও নোয়াখালী জেলা ছাত্রদল।
শুক্রবার (২৫ এপ্রিল) নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ১৭০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬১৭ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৯৪.৮৪ শতাংশ।
জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক সহায়তায় দলটির নেতাকর্মীরা।
হেল্প ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
হেল্প ডেক্স কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নুর হোসেন বাবু, সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, নোবিপ্রবি ছাত্রদল নেতা হাসিবুল হোসেন হাসিব।
এসময় তাদের দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেন নোয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নুর হোসেন বাবু বলেন, আমরা সবসময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।
জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল বলেন, আগত পরীক্ষার্থীদের জন্য রাতের আবাসন, খাবারের ব্যবস্থা, সকালবেলা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যানবাহন এবং পরীক্ষার পর ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে। এছাড়া যেসব শিক্ষার্থী ভর্তি হলেও আবাসন সংকটে পড়বেন, তাদের জন্য মেস খুঁজে দেওয়া বা থাকার ব্যবস্থা করতেও প্রস্তুত ছাত্রদল।
নোবিপ্রবি ছাত্রদল নেতা হাসিবুল হোসেন হাসিব বলেন, ছাত্রদল মেধাবীদের ছাত্র সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এ আয়োজন।
উল্লেখ্য: নোবিপ্রবির ভর্তি পরীক্ষা এবার ৩ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ ও ৯ মে ২০২৫ তারিখে ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।