আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো যেন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে এজন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে আইসিসি। যেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
শুক্রবার (১৭ মে) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, নিজেদের প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে, ২৮ মে। আর ১ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি।
এদিকে বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তরা।
জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। ওয়ার্মআপ ম্যাচের প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে।
পরের দিন শ্রীলংকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, দিনের বাকি ম্যাচগুলোয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে।
আগামী ২৯ মে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে ওমান। আর ৩০ মে নেপাল-যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড-উগান্ডা, নেদারল্যান্ডস-কানাডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ রাখা হয়েছে।
বিশ্বকাপের আগের দিন অর্থাৎ ৩১ মে মাঠে নামবে আয়ারল্যান্ড ও শ্রীলংকা। এছাড়া একই দিনে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।তবে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।