নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের
কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী একবছর মেয়াদের এই কমিটিতে ‘দৈনিক
ভোরের দর্পণ পত্রিকার নোবিপ্রবি প্রতিনিধি আজহারুল হক মিজানকে সভাপতি ও
দৈনিক ভোরের কাগজ নোবিপ্রবি প্রতিনিধি সুমন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত
করা হয়েছে।
রোববার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি।
সংগঠনটির
প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম,
উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, স্থায়ী উপদেষ্টা ও
প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের নতুন
কমিটির অনুমোদন দেন।
এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান
পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রেসক্লাবের নতুন কমিটির নেতাদের
অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
এছাড়া
কমিটির সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম তানজিম (দ্যা ডেইলি এশিয়ান এইজ),
জাহিদুল ইসলাম ফারুক (ডেইলি সান), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাফি মাহবুব
(দৈনিক বাংলাদেশ বুলেটিন), কাউসার আহমেদ (দৈনিক খবরের কাগজ), দপ্তর সম্পাদক
পদে জাকারিয়া শাকিল ফকির (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক পদে মো. নাঈমুর
রহমান (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কান্তা রায় তমা
(দৈনিক সকালের দুনিয়া), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সাজিদ খান
(ভোরের বাংলা নিউজ), কার্যকরী সদস্য পদে সাদমান রাকিন (নিউজজি
টুয়েন্টিফোর), আদনান রায়হান (এগ্রি বার্তা) নির্বাচিত হয়েছেন।