ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

Rupalibank

স্কুল শিক্ষিকা সালমা সাদিয়ার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


স্মার্ট ডেক্স
৮:৪৪ - সোমবার, মার্চ ৩, ২০২৫
স্কুল শিক্ষিকা সালমা সাদিয়ার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক বাংলা খবর পত্রিকার অনলাইন ভার্ষণে গত ১৮ ফেব্রুয়ারী এবং অপরাধ বিচিত্রা ম্যাগাজিনে গত ১৭ ফেব্রুয়ারীর সংখ্যায় ‘নোয়াখালীতে বাবার রাজনৈতিক প্রভাবে মেয়ে স্কুল শিক্ষিকার বিলাস বহুল বাড়ি দুদকের হস্তক্ষেপ কামনা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিন্মস্বাক্ষরকারীর সৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত পক্ষে আমি নিন্মস্বাক্ষরকারী ব্যক্তিগতভাবে কোন রাজনীতি করি না এবং কোন রাজনৈতিক দলের পদ-পদবীতেও নাই। আমার বাবা অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম নোয়াখালীর একজন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক জীবনে কোন ধরনের প্রভাব বিস্তার কিংবা দলের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা গ্রহণের রেকর্ড নাই। ব্যক্তিগত জীবনে তিনি সারাজীবন সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি ও সমাজসেবা করেছেন। অথচ প্রকাশিত সংবাদে বলা হয়েছে বাবা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সুবাদে অবৈধ উপার্জনের মাধ্যমে মেয়ে প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে বিলাস বহুল বাড়ি নির্মাণসহ বহু অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। যা সম্পূন্ন মিথ্যা। আমার বাবার শিক্ষকতা জীবন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে উনার সৎ এবং হালাল উপার্জনের অর্থে ক্রয় করা সম্পত্তিতে আমি আমার স্বামী এলজিইডির ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম ও আমার একমাত্র ভাই যে পেশায় একজন ডাক্তার তাঁর উর্পাজিত অর্থে নির্মিত যৌথ বাড়ির মালিক হই। আমার আয়কর ও সম্পদ বিবরণীতে উক্ত বাড়ির বিষয়ে উল্লেখ করা হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে তদবির বাণিজ্য, দখল বাণিজ্য, ব্যাংকে দলিল রাখার নামে লকারে বিপুল পরিমাণ সোনার গহনা, পে অর্ডার সহ একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকার মালিক বলে উপস্থাপন করা হয়েছে। যার কোন সত্যতা নেই। আমি কখনোই কোন তদবির অথবা দখল বাণিজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করি নাই। যেহেতু আমার এবং আমার স্বামীর চাকুরির টাকায় আমাদের সংসার চলে, সেহেতু আমি আমার চাকুরিকে নিজের সন্তানের মতো ভালোবাসি এবং আমি নিয়মিত নিদের্শনা মোতাবেক চাকুরিতে দায়িত্ব পালন করে আসছি। মনগড়াভাবে কাল্পনিক মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে এই সংবাদ প্রকাশ করায় আমি উক্ত মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে জানাচ্ছি যে ০২ মার্চ ২০২৫ইং তারিখে দৈনিক বাংলা খবর ও অপরাধ বিচিত্রা সম্পাদক বরাবর আমি নিন্মস্বাক্ষরকারী স্বাক্ষরিত উক্ত সংবাদের প্রতিবাদ লিপি সরকারি ডাকযোগে প্রেরণ করেছি।

-সালমা সাদিয়া- সহকারী শিক্ষক,

হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

নোয়াখালী  সদর, নোয়াখালী।