ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবি ইউপি কর্মকর্তাদের


স্মার্ট প্রতিনিধি
৫:১৪ - বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবি ইউপি কর্মকর্তাদের

ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯টায় নোয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার সভাপতি আ.ন.ম সেলিম, সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম সহিদ’সহ জেলার সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এসময় সংগঠনের নেতারা দাবির বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে ১০ম গ্রেডে উন্নীত করা, সমযোাগাযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা, মন্ত্রণালয় হতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ বেতন ভাতা প্রদান করা, অবসরকালীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন প্রদান করা এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠন সম্বলিত এই পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে কর্মবিরতি’সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন সংগঠনের নেতারা।