ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

চালকের আসনে চড়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১১:৪৭ - শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
চালকের আসনে চড়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে ২২৭ রানে এগিয়ে ছিল ভারত। তাদের সামনে সফরকারীদের ফলো-অন করানোর সুযোগ ছিল। তবে তা না করে, লিড বাড়াতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। পুঁজি শক্ত করার মিশনে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় স্বাগতিকরা। শেষমেশ ৩০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ম্যান ইন ব্লু’রা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শেষ বেলায় প্রথম ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। অধিনায়ক রোহিতকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। ফেরার আগে ৭ বলে ৫ রান করেন এই ওপেনার।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রোহিত দুই অঙ্কের কোটা পেরোনোর আগে ফিরলেও অন্যপ্রান্তে ফিফটি তুলে নেন জয়সওয়াল। এবার দ্বিতীয় ইনিংসে রোহিতের মতো এই ওপেনারও অল্প রানেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ইনিংসের মতো নাহিদের বলেই কাটা পড়েন তিনি। নাহিদের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দেখেশুনে খেলে দ্বিতীয় দিন শেষ করার চেষ্টায় ছিলেন শুভমান গিল ও বিরাট কোহলি। তবে দিনের ৭ ওভার বাকি থাকতে কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। তার লেফট আর্ম স্পিনে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ৩৭ বলে ১৭ রানে ফেরেন কিং কোহলি। শেষ বেলায় আর কোনো বিপদ না হতে দিয়ে দিনের খেলা শেষ করেন গিল ও পান্ত।

দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৮১ রান। ক্রিজে আছেন গিল (৩৩*) ও ঋষভ পান্ত (১২*)। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিক দল।

এর আগে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয় সামলে অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ফলো-অন এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যান ইন ব্লু’দের আগুন ঝরা বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা।