কাতার বিশ্বকাপে না থেকেও ছিল বাংলাদেশ। সে সময়ে লাল-সবুজের ফুটবলপ্রেমীদের বেশ ভালো করেই চিনেছিল গোটা বিশ্ব। বিশেষ করে আর্জেন্টিনা। দলটির প্রতিটি জয়ে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হতো। স্বার্থ ছাড়াই হাজার মাইল দূরের মেসিদের এভাবে সমর্থন, বিরল ঘটনা।
আর্জেন্টিনাকে সেই ভালোবাসায় দেখিয়েছে বাংলাদেশের সমর্থকরা। বিষয়টি জানার পর বিভিন্ন সময়ে কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। এবার আরেকবার বাংলাদেশি সমর্থকদের সম্মান জানাল দেশটি। নিজেদের নতুন জার্সি উন্মোচনের প্রকাশিত ভিডিওতে লাল-সবুজের সমর্থকদের উদযাপনকে স্থান দিয়েছে তারা।
জাতীয় দলের নতুন জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে লিওনেল মেসিও ছিলেন। মূলত জার্সির স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। যেই ভিডিওতে বাংলাদেশকেও স্থান দেওয়া হয়েছে।
ভিডিও'র ৪৮ ও ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের সমর্থকদের উল্লাস। আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজারো বাংলাদেশি।
এদিকে বাংলাদেশে ছাত্র-আন্দোলনেও আর্জেন্টিনার মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের সমর্থন ছিল। বাংলাদেশি ছাত্রদের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন তিনি। মাঝে বাংলাদেশে এসে ঘুরে গেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।