ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

আমার দেশের এক ইঞ্চি মাটি দখলের চেষ্টা করলে হাত ভেঙ্গে দিবো: মো. শাহজাহান


মোহাম্মদ সোহেল, স্মার্ট বাংলাদেশ
৯:৩৫ - বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
আমার দেশের এক ইঞ্চি মাটি দখলের চেষ্টা করলে হাত ভেঙ্গে দিবো: মো. শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, আজকে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, শুত্রুতা কারো সঙ্গে চাই না। কিন্তু তার সাথে সাথে আজকে হুশিয়ারী দিয়ে বলতে চাই, কোন বন্ধু যদি আমার মাটির প্রতি ললুপ দৃষ্টি দেয়, কোথাও যদি আমার দেশের এক ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করবো না।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু, আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, আমাদের স্বার্থ আমাদেরকে সুরক্ষা করতে দিন। আপনারা একটা জাতি, আমরা একটা ভিন্ন জাতি। আপনাদের প্রতি আমাদের সম্মান থাকবে, আমাদের প্রতিও আপনাদের সম্মান থাকা উচিৎ। তাহলে সম্পর্ক থাকবে ভালো। আর যদি এর ব্যত্যয় ঘটিয়ে শক্তি দিয়ে হাসিনার আপনারাও টিকতে পারবেন না।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোষররা ক্ষমতায় ফিরে আসার জন্য যদি কোন ষড়যন্ত করে, সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমাদের কৃষক দলেই যথেষ্ট। দেশ এবং দেশের বাহিরের যেকোন ষড়যন্ত মোকাবেলায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান মো. শাহজাহান।

সমাবেশে জেলা কৃষক দলের আহবায়ক ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব জিএস আবদুজ্জাহের হারুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ  আবদুল্যাহ আল  বাকী, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।

সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।