২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম, যূগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল হিসেবে ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাত্রনেতা ইসমাইল সম্রাটের “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ“ নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ জন অধিকার পার্টি” হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ“ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলনে “বাংলাদেশ জন অধিকার পার্টির” আত্মপ্রকাশ হয়। এতে ইসমাইল সম্রাট চেয়ারম্যান ও ব্যারিসটার ওমর ফারুকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক শফিকুর রহমান, সিনিয়র আইনজীবি সুব্রত রায় চৌধুরী। এছাড়া সম্মেলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অংশ নেন।
নতুন দলকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, ২০১৮ সালে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ“ শুরু হয়ে, নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাই গনঅভ্যুত্থানে সক্রিয় সম্মুখ সারিতে নেতৃত্ব দেয় সংগঠনটি। জুলাই গনঅভ্যুত্থানের সম্মূখ সারির যোদ্ধাদের নিয়েই আজকে বাংলাদেশ জন অধিকার পাটি গঠিত হয়। এখানে সবাই তরুণ, এই তরুণরা নবযুগের সূচনা করবে। জুলাই বিপ্লবে এই সংগঠনের ভুমিকার প্রশংসা করেন আমির খসরু মাহমুদ।
এদিকে নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ জন অধিকার
পার্টি” এবং দলের চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিসটার ওমর
ফারুকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন।