ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৯:১৬ - সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস

বাংলাদেশ মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছে দুই দিন আগে। আজ মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার।

গতকাল ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। তিনে নামা নিগার শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ২৫৩ বলে ২০ চার ও ২ ছক্কায় দেড় শ রানের ইনিংস খেলে।

শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর পর প্রথম দুই দিনে একাধিক ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। নিগারের প্রতিপক্ষ দল উত্তরাঞ্চলের ফারজানা হক প্রথম দিনে আউট হয়েছিলেন ৮৬ রানে।

সেঞ্চুরির সম্ভাবনা জেগেছিল রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে চলা দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচেও। প্রথম দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পূর্বাঞ্চলের শারমিন আখতার আউট হন ৮৮ রানে।

পরের দিন দক্ষিণাঞ্চলের আয়েশা রহমান শারমিনের রান টপকে নব্বইয়ের ঘরেও পৌঁছে যান। তবে ৯৪ রানে আউট হয়ে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে নিগার যে ইতিহাস গড়েছেন, বাংলাদেশের ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে সেই কীর্তিটা আল শাহরিয়ার রোকনের। জাতীয় দলের সাবেক এই ওপেনার ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি করেছিলেন। তবে তখনো বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পায়নি।