ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

Rupalibank

ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৯:২১ - রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫
ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আর দুইবারই দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন শিরোপাবঞ্চিত বরিশালকে টানা শিরোপা জেতানোর বড় কারিগর তামিমই।

দলের মালিক মিজানুর রহমানের নিবেদনও আলাদা করে নজর কেড়েছে সবার। তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নও বেশ জমেছে। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা করতে দেখা গিয়েছে।

এবার আসন্ন ডিপিএলেও দেখা মিলবে এই জুটির। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন, ক্লাবটির দায়িত্ব নিয়েছেন তারা।

এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন, তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানান, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা হয়নি।