ঢাকা রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

Rupalibank

সাবেক অধিনায়কদের নিয়ে হঠাৎ বৈঠকে বিসিবি সভাপতি


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৯:২৪ - সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫
সাবেক অধিনায়কদের নিয়ে হঠাৎ বৈঠকে বিসিবি সভাপতি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে। অন্যদিকে জাতীয় দলের আশেপাশে যারা রয়েছেন, সেসব ক্রিকেটারও শের-ই-বাংলায় নিয়মিত অনুশীলন করছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবিতে জাতীয় দলের সাবেক সব অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন সভাপতি ফারুক আহমেদ।

আমন্ত্রণ পাওয়া সাবেক এক অধিনায়ক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দেশের ক্রিকেটকে আরো উন্নতির দিকে ধাবিত করতেই এই বৈঠক বলে ধারণা করা হচ্ছে।

আমন্ত্রিত সাবেক অধিনায়কদের মধ্যে শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল রয়েছেন।