ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে হাতাহাতি, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’


স্মার্ট প্রতিবেদক
১২:৪৮ - বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৫
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে হাতাহাতি, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

নতুন ছাত্র সংগঠনে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ এনে বিক্ষোভ, নাকচ করলেন নেতারা । নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ‘সিন্ডিকেট, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে দেখা যায়।

তারা অভিযোগ করেন, “মেয়েদের ওপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।"

জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নিয়ে যায় বলে উল্লেখ করেন তারা।

“নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করেছে এটা মানি না। তারা কীভাবে এটা করে?” প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী।

তবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নতুন দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সমন্বয়ক মো. হাসিব আল ইসলাম বলেন, “আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্বের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।”

বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে দলের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে বিকেল পাঁচটা পর্যন্ত সেটি করা যায়নি। পরে তড়িঘড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির। এখনো ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। 

নতুন ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

পদ বঞ্চিত হয়েছেন দাবি করে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়।

নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব জাহিদ আহসান। মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুন। দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমের নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ছাত্র সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।