জাতীয়তাবাদী
দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো.
শাহজাহান ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা শেষে একমাস ২৪ দিন পর
আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টায় দেশে ফিরেছেন।
বিষয়টি নিশিত করেছেন মো. শাহজাহানের জোষ্ঠ্য পুত্র আবু ছালেহ মো.সবুজ। তিনি
জানান, তাঁর বাবা জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪
আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের ব্লাব,
ফুসফুসের সংক্রমণ, পোষ্টেট, কিডনী, গেষ্টলজী রোগে আক্রান্ত হয়ে ব্যাংকক
ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোল এর নেতৃত্বে
মোট ৮জন ডাক্তারের সম্বনেয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের
ব্লাব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে তিনি গত ০৩ মার্চ হসপিটাল থেকে রিলিজ
পান।
আবু ছালেহ মো.সবুজ আরো জানান, বাবা
এখন আংশিক সুস্থবোধ করছেন। সম্পূন্ন সুস্থ হতে আরো ৩ মাস সময় লাগতে পারে।
আমাদের দলীয় নেতাকর্মী , আলেম-ওলেমা, পীর-মোশায়েক'সহ সর্বস্তরের জনগনের
দোয়া ও আল্লাহর অশেষ মেহের বানীতে বাবা সুস্থ হওয়ার পথে রয়েছে। দলমত
নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ'সহ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায়
করেন তিনি।
দেশে ফিরে মো.শাহজাহান ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলেও জানান তাঁর পুত্র সবুজ।