ঢাকা বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Rupalibank

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: নোয়াখালীবাসীর পদচারণায় মুখরিত শহীদ মিনার


স্মার্ট প্রতিনিধি
১১:৩৫ - শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: নোয়াখালীবাসীর পদচারণায় মুখরিত শহীদ মিনার

মহান ২১ শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলাবাসীর ঢল দেখা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২১ শের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমঙ্গীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা, নোয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ, লায়নস ক্লাব অফ নোয়াখালী, এডাব নোয়াখালীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে শোক পদযাত্রা, সশস্ত্র সালাম প্রদান, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া অনুষ্ঠান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। নোবিপ্রবির জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টর অফিস, বিএনসিসি, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্মসূচিসমূহের আয়োজন করে।